শৈশব যেন আরেকবার ফিরে আসে-
কাঁদছে মন বড় হবার ফাঁদে ফেঁসে।
অলস দুপুরে আধো তন্দ্রা ঘুম ভেঙে
রৌদ্রস্নানে আমি আর গঙ্গাফড়িঙে
কাটিয়ে দিয়েছি কত বেলা,
জগত তখন কেবলই খেলা।
স্বাধীনচেতা শৈশব মন যা খুশি চায়।
মাথায় ছিল না বোঝা, কর্তব্যের দায়।
পাপেরা আমায় ভাবত বুঝি অচ্ছুৎ।
গল্পে ছিল পরী, দৈত্যি-দানো, ভূত
হারিয়ে গেল কোন দেশে-
কৈশোর যেন আরেকবার ফিরে আসে-
কাঁদছে মন বড় হবার ফাঁদে ফেঁসে।
বৃষ্টি মানে কাদা মেখে বল নিয়ে ছোটা -
পুকুরে সাঁতার, ঝাঁপাঝাঁপি,মজা লোটা।
যুক্তিহীন সেই সময় আবেগের,
অর্থহীন কাজ, শুধু অপেক্ষা ডাকের।
ক্লাসের শেষে বন্ধু, আড্ডা আর হইচই-
গল্প-গানে রাত কাটানো সময়গুলো কই?
পাষাণ সময় তুমি নিষ্ঠুর বড়,
স্মৃতি আঁকড়ে জড়িয়ে ধর-
নস্টালজিয়ার ভেলায়; সময়স্রোতে ভেসে
দিনগুলো যেন আরেকবার ফিরে আসে।
কাঁদছে মন বড় হবার ফাঁদে ফেঁসে।
-মিনহাজ উদ্দিন শিবলী
০৪/০৬/২০১৫