এখনও রাস্তার নেড়ি কুকুরের মত ঘৃণ্য,
তবুও কবিতারা প্রতারণা করে না।
শেষ কাঁটাতারের বেড়া হয়েছে ছিন্নভিন্ন।
কবিতারা পাশেই আছে, সরে না।

জোছনায় তারা গোনা অহেতুক মানুষকে
কেন কবিতারা বড় ভালবাসে?
হেঁটে বেড়ানো এক মৃত পঁচাগলা লাশকে
দেখে কবিতারা কাছে আসে!

জঘন্যতম নিকৃষ্ট প্রজাতির দুদণ্ড শান্তিতে-
কবিতারা নিজেদের করে উৎসর্গ।
চারপাশ নরক ঘিরে রাখা প্রাণীগুলোকে
কবিতারা দেখিয়ে যায় স্বপ্ন স্বর্গ।

ভ্রমে থাকা 'পবিত্র' প্রাণীগুলো চলে যায়।
তবু কবিতারা প্রতারণা করে না।
আঁধারে জোনাকির আলোয় পথ দেখায়-
হাত ধরে কবিতারা কভু ছাড়ে না।

-মিনহাজ উদ্দিন শিবলী
২৬/১১/২০১৫