আমি মিনহাজ উদ্দিন শিবলী। পড়ছি বিশ্বপাঠশালায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার্জন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে।
জীবনের একটা বড় সময় কেটেছে শহরে। তাই আমি অতি শহুরে মানুষ। অবশ্য গ্রামও ভীষণ পছন্দ।
কবিতা লেখার চেষ্টা করি। কিছু কবিতা হয়, কিছু হয়ত হয় না। নিজের আনন্দ, বেদনা, ক্ষোভ, উচ্ছ্বাস প্রকাশ করি কবিতায়। গদ্য লেখার চেষ্টা করেছি। সে বোধহয় আমাকে দিয়ে হবে না। তাই কবিতাতেই আছি।
ব্যক্তিগত লেখার মাঝে ভাল লাগার লেখাগুলো এই আসরে প্রকাশ করি। তাতে আপনাদের কিছুটা আনন্দ দিতে পারলেই নিজেকে খুশি মনে করি।
লিখেছি, লিখছি, ভবিষ্যতেও লিখে যাবার ইচ্ছে আছে। আপনাদের শুভাকাঙ্খী।
ধন্যবাদ আমার সম্পর্কে পড়ার জন্য।