ছাদের কার্নিশে বসে প্লাস্টিকের পুতুল,
দেখে যায় নির্জীব চোখে মানুষের ভুল।
পিকাসো তখনও আঁকেনি আকাশ
সূর্যহীন আলোয় ধুলো ওড়ে একরাশ।
একচোখা পুতুল হেসে ওঠে ভয়ঙ্কর,
গণিতে ফাঁকি দিতে থাকে শুভঙ্কর।
হিসেব মেলাতে ছিঁড়ছে কাঁচাপাকা চুল।
ছাদের কার্নিশে বসে প্লাস্টিকের পুতুল।

ডুবে যেতে থাকে নিহত লালকাঁকড়াও,
ময়নাতদন্ত শেষে লাশ করে পাকড়াও,
পিঙ্গলকেশী পুতুল মুখোশ পড়ে মুখে,
লাশেরে এসিডে ডুবিয়ে দিতে থাকে।
গলে যেতে যেতে এক নাগরিক মর্গে,
বিভ্রমে ভাবে পৌঁছাবেই এখন স্বর্গে।
আটপেয়ে বানায় কার্নিশ জুড়ে ঝুল।
সেই কার্নিশে বসে প্লাস্টিকের পুতুল।

-মিনহাজ উদ্দিন শিবলী
০১/০৫/২০১৭