পাহাড়ের বৃদ্ধ লোকটা ঘোড়ায় চেপে
আসে ধূলার ঝড় উড়িয়ে,
ধূলোর কণায় মেশানো অতীতকে খুন
করে ধারালো তরবারিতে।
অতীত হয়ে যেতে থাকে আততায়ীর
জন্য অনেক অনেক প্রাণ,
বিষাক্ত সূঁচের মৃদু স্পর্শে মুহূর্তেই তারা
অতীত হয়ে যায় সময়ে।
পাহাড়ের বৃদ্ধ লোকটা বারবার ফিরে
আসে রক্তের নেশায়।
কিছু প্রতিশোধ আর কিছু ন্যায়বিচার
লড়ে যেতে থাকে চেতনায়।
আততায়ীর নিঃশ্বাসে আঁধার ছড়াতে
ছড়াতে আসে যেন মৃত্যদূত।
রক্তাক্ত তরবারিতে আটকে যেতে থাকে
ধূলিঝড় আর সমাপ্তির বাণী।
ঘোড়ার খুরের টগবগ শব্দ, আর্তনাদ আর
পাহাড়ের বৃদ্ধ লোকটার উল্লাস-
প্রতিধ্বনিত হতে থাকে আততায়ীর কানে
প্রতিনিয়ত প্রতিক্ষণে উন্মাদনায়।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৮/০৭/২০১৭