মাথার পেছনে উঁকি দিচ্ছে সূর্য,
মেঘের আনাগোনা বাড়ছে হঠাৎ।
ভার্চুয়াল পর্দায় দুদণ্ড অবসর
কাটছে সাঁতার রোদের আলোয়।
চা শেষ হওয়া কাপে চিনির নেশায়
মাতাল হয়ে যাচ্ছে ভোমরাগুলো।
টলতে টলতে উড়ে যাচ্ছে সূর্যে।
ইকারাস ভোমরা, মাতাল ইকারাস।
মাথার পেছনে উঁকি দিচ্ছে সূর্য।
ভার্চুয়াল পর্দা, মাতাল ভোমরা,
মেঘের তুলো, আর দুদণ্ড অবসর।
ছিন্নপ্রায় পোস্টারে হাহাকার করে
প্রতিবাদী জ্বালাময়ী শব্দগুচ্ছ।
অলস কুকুরের বুকে লুটিয়ে থাকে
কুকুরছানার ভীত সন্ত্রস্ত শরীর।
ভোমরা তাড়াতে গিয়ে কুকুরছানা
জ্বালাময়ী শব্দগুচ্ছে তাকায়।
মাতাল ভোমরা প্রতিবাদী পোস্টারে
লুকিয়ে যেতে থাকে নেশাতুরভাবে।
আর-
মাথার পেছনে উঁকি দেয় সূর্য।
-মিনহাজ উদ্দিন শিবলী
০৬/১১/২০১৭