শূন্য রেলস্টেশনে একজন ঐন্দ্রিলা বসে,
অসীম অপেক্ষায় করুণ হাসি হাসে।
কল্পনাতে বেড়ে ওঠা কাল্পনিক অস্তিত্বে
শূন্য স্টেশনে, শূন্য রেলপথের যত মিথ্যে-
বিশ্বাসে মিশিয়ে এখনো পথ চেয়ে রয়,
কখনও কি হবে প্রতীক্ষার ট্রেনের সময়?
রেলচালক পথ ভুলে কোন সুদূরে চলে,
বুনছে কোন গল্প কল্পনার ঝাঁপি খুলে।

একজন ঐন্দ্রিলা ছিল শূন্য রেলস্টেশনে,
জগতের সমস্ত অভিমান জমা তার মনে।
একজন ঐন্দ্রিলা, গিয়েছে সকলে ভুলে,
মিশে যায় সমান্তরাল রেল দিগন্তের নীলে।

-মিনহাজ উদ্দিন শিবলী
১৪/০৫/২০১৭
#ঐন্দ্রিলা_সিরিজ