অপ্রয়োজনীয় অন্ধকারে ডুবে থাকে
শেষ বিদায়ের দেবদূত,
কালো আত্মায় ভয় ধরিয়ে দিয়ে ডাকে
মরচে পড়া সূর্যের সন্তানকে।
ঘুমের বড়ির আহ্বানে আবারও জেগে
উঠবে অসমাপ্ত দুঃস্বপ্ন।
অন্ধকার মরুদ্যানে মরীচিকার আগে,
মরচে পড়া সূর্যের দিকে
উড়ে যেতে আরও কিছু আঁধার ছড়িয়ে
দেয় বিদায়ের দেবদূত।
আর আমি এবং আমরা হাত বাড়িয়ে,
খসে পড়া আলো ধরি।
-মিনহাজ উদ্দিন শিবলী
১৩/০৬/২০১৭