আকাশে তাকিয়ে দেখো তারারা নেই,
তারাদের কথায় ভালবাসা হারায় খেই।।
তবু এই পথ ধরে হেঁটে চলি,
তবু তোমাদের কাছে এসে ভালবেসে কথা বলি।।
ভালবাসার যে কী মানে?
কোথায় কে বা জানে?
তারাদের হারিয়ে চাঁদটাও দিচ্ছে উঁকি,
জোছনার চাদরে আমিও ঢুকে থাকি।।
তবু এই জোছনার মাতাল মায়া,
তবু নদীর জলে দুলে চলে তার ছায়া।।
ছায়ার হারায় প্রতিচ্ছবি,
ভালবাসার মোহে সবই।।
ভালবাসার যে কী মানে?
কোথায় কে বা জানে?
মিনহাজ উদ্দিন শিবলী
১৩/০৫/২০১৮