রাজপথে ভেসে যায় মাছেরা,
রিকশায় চড়ে একদল শুশুক।
কচ্ছপের খোলসে চিংড়ি হাঁটে,
সাগরের নিচে ডুবছে রকেট।
ছিন্ন মস্তক ঘুরে বেড়ায় নির্জন দ্বীপে,
শৈশব হারিয়ে গিয়েছে মোহনায়।
কলোসিয়ামে লড়ছে দুজন গ্ল্যাডিয়েটর,
দর্শকসারিতে ভেসে আসে মাছ,
কচ্ছপ আর চিংড়ি।
গ্ল্যাডিয়েটরের ছিন্ন মস্তক দ্বীপে একা,
দেহ কেবল লড়ে যায় যন্ত্রের মত।
স্বর্গে বসে স্বপ্নের কান্তারা হাসে,
খেলতে থাকে উদ্ভট যত খেলা।
তাদের খেলায় হেরে যায় গ্ল্যাডিয়েটর,
জুয়ায় বাজি লাগানো হৃদয়টা
কেটে বের করে আনে দর্শকেরা,
যন্ত্রের মত দেহটা ভাসিয়ে দেয় সাগরে,
পৌঁছে যাবে একাকী মস্তকের কাছে-
কোন এক তারা ভরা রাতে।
-মিনহাজ উদ্দিন শিবলী
০৩/০৮/২০১৭