আরও একটি আলো দেখতে আমি ঘুরে আসি নগরের ব্যস্ততম থেকে নিঃশব্দ মোড়ে,
কীসেরই ঘোরে?
কোথায় কারা করুণ সুরে উদাস বাঁশি বাজাতে থাকে যোদ্ধারা হলদে চাঁদের তরে,
মেঘ যায় সরে।
সদ্য জন্ম নেওয়া দেবশিশুটির মুঠোর ভিতরে এক টুকরা লালচে জ্বলন্ত কয়লা পোড়ে।
অগ্নি ফুলকি ঝরে।
খুঁজতে থাকা আলোটি বাঁশি শুনে হলদে আকাশে থেকে দেবশিশুর মুঠোর ভেতরে-
কয়লাটি নেয় কেড়ে।

-মিনহাজ উদ্দিন শিবলী
৩১/০৫/২০১৭৳