তোমাদের ছায়ায় অন্ধকারগুলো শীতল হয়ে যায়।
শীতল অন্ধকারে অন্ধের মত হাতড়ে হাতড়ে জমে যাই।
আর তোমরা অমানিশার মত ছায়াগুলো নেড়েচেড়ে বেড়াও
এখান থেকে সেখানে।
সেখান থেকে এখানে।
শীতলতায় জমে থাকা ঘাসের শিশিরবিন্দু তুষারকণার মত
বিঁধে যেতে থাকে পায়ের তলায়।
ছায়াশরীরের অশরীরী অনুভূতি থেকে বের হতে গেলে
গলে যাওয়া আবেগ আর দুমুঠো উষ্ণ স্পর্শের আকালে
পিছে পড়ে থাকে জমাট বাঁধা রক্তপিণ্ড।
রক্তের পাথরে হোঁচট খেয়ে পড়ে থাকি অচেতন-
শীতল অন্ধকারে-
অন্ধের মত-
তোমাদের ছায়ায়।


-মিনহাজ উদ্দিন শিবলী
২৮/০৫/২০১৮