ভাঙা যন্ত্রের মত ভুল মন্ত্র আউড়ে গেছি কয়েকযুগ।
শুনশান রাস্তায় সুখ কিনে সস্তায় এক উজবুক।
সিঁড়িতে উঠে বসে ভুল পাঠে মন দিয়েছি আবারও।
শূন্য সিটে ঠেকিয়ে পিঠ বসিবে সময় তো নেই কারও।
লালচে আকাশে ঈশানের বাতাসের ছুটোছুটি চলে,
মেঘের রেখায় আলোর দেখা পাব আঁধার নেমে এলে।
নিঝুম বৃষ্টিতে নতুন সৃষ্টির মায়ায় মেতেছি রাত সারা,
আদিম উল্লাসে ঘন নিঃশ্বাস দেহে দেহে পায় ছাড়া।
.......................................................
যন্ত্র ভাঙায় রক্তে রাঙিয়ে যায় উজবুকের হৃদপিন্ড।
নীরব চিৎকারে তীব্র হাহাকারে আর্তনাদ করে কণ্ঠ।
-মিনহাজ উদ্দিন শিবলী
২৯/০৯/২০১৭