১৬৬
আমায় কেন ভালোবাসো না
সুন্দরী মেয়ে
আমি তোমার কথা ভেবে যাই
পাগল হয়ে।
১৬৭
আমায় তুমি অবহেলা করোনা
সুন্দরী মেয়ে
আমি তোমার পথে চেয়ে থাকি
উদাস হয়ে।
১৬৮
সুন্দরী, বালিকা কেন তুমি সুন্দর,
কেঁপেছে পৃথিবী অন্তরের ভিতর।
১৬৯
চাঁদের মতো উজ্জ্বলতা
তোমার কি আছে?
তোমার আছে মিষ্টি হাসি
চাঁদের নেই তো কাছে।
১৭০
কত দিন হলো কথা বলিনা
নেইনা কোনো খবর
শতাব্দী শেষ হয়ে গিয়ে
শুরু হলো নতুন বছর।