১৬১
ভালোবাসো, ভালোবাসো
বলবো না আর
একটু যদি হও গো সদয়
প্রিয়তমা আমার
তোমার জন্য এনে দিতে পারি  
আকাশ ভরা তারা,
তাই তো আমি পারবো না গো
বাঁচতে তোমায় ছাড়া।

১৬২
তোমাকে ভালোবাসতে চায় এই মন
যদিও তুমি  করো প্রেমের বিজ্ঞাপন।

১৬৩
রাজকুমারী রাগছো কেনো,
রাগতে বুঝি লাগে ভালো,
চোখের কোণে অশ্রু এনে
করছে মাথা ভনভনে?

১৬৪
বছর ঘুরে বছর যায়
কেউ আসে না ফিরে
প্রিয়জন ডুবে যায়
জীবন নদীর তীরে ।

১৬৫
তোমাকে দেখলে অনুভূতি জাগে,
বুকের ভেতর শব্দ করে উঠে হাঁসে
আমায় নিয়ে ভেবেছো কি কখনো,
দেখেছো কি স্বপ্ন শত, শ্বাশত মাসে?