১৫৬
রবিবার হোক ভালোবাসাময়,
সোমবারে তুলে নিও ছদ্মনাম,
বুধবারে যদি ভালোবাসতেই হয়,
মঙ্গলবারে হোক তবে বদনাম।
১৫৭
তোমাকে দেখলে অনুভূতি জাগে,
বুকের ভেতর শব্দ করে উঠে হাঁস,
তোমার কথা পড়ে কেন এই মনে,
জব্দ অনুভূতি গান গায় বারোমাস।
১৫৮
তোমাকে দেখলে
গ্রীষ্ম হয়ে যায় শীত,
নিস্তব্ধ অনুভূতি ধরে কম্পন,
শীতের কাফন ফেলে দিয়ে
ধরি পুরনো সঙ্গীত...
তোমাকে দেখবো বলে।
১৫৯
তোমাকে দেখবো বলে
জব্দ অনুভূতি শব্দ করে উঠে এই মনে,
তোমাকে দেখবো বলে
রক্তাক্ত গোলাপ ফুটে হৃদয়ের মাঝখানে।
১৬০
গত হয়েছে সতেরোই মার্চ,
চল দেখে আসি বলশেভিক নাচ।