১৫১
বছর ঘুরে বছর আসে
আমি কি আর ফিরি,
দ্রোহের অনলে পুড়ছে মন
বুকের ভেতর বসত বাড়ি।

১৫২
একটি গল্প লেখা হলো আজ,
তোমার আমার মাঝে,
বছর ঘুরে থাকবো কি আর প্রিয়
সকাল দুপুর সাঁঝে।

১৫৩
সেজেগুজে থাকবে কি তুমি,
বউ সাজে সকাল-সন্ধ্যা,
দেশে কি আজ দুর্ভিক্ষ চলছে,
আমার মনে চলছে মন্দা।

১৫৪
কবিতার ভাষায়
কাছে থাকা কিংবা দূর,
সবকিছু যাবো ভুলে,
পাই যদি তোমার নুপুর।

১৫৫
যেমন করে সাজো তুমি,
যেমন করে বলো কথা,
আমার মনে বাঁশি বাজে,
সুখ হয়ে যায় কবিতা।