১৩৬
বাবুই পাখি আশা ছেড়েছে
তোমার নামে গান গেয়েছে?
পাগল কবির মন ভেঙেছে,
অকারণে।
১৩৭
আম্ব্রেলা নিলাম হাতে,
বাস স্টপে যাবে সাথে?
১৩৮
তোমার হাতের ফর্সা রং
আমার হাতে কি,
বসন্তে কি বাসবে না
ভালো বাবুই পাখি?
১৩৯
ভালোবাসি মা ও মাতৃভূমি
ভালোবাসি তোমাকে ভীষণ
ভালোবাসি পৃথিবী তোমায়,
অনেকাংশেই তুমি আপন।
১৪০
সকাল হয়েছে দুপুর হয়েছে
শিয়াল গেছে বন,
তোমার কথা পড়ছে মনে
যখন তখন।