১১
তােমাকে ভালােবেসে কতবার বলেছি,
তবুও তাে উঠেনি সে চাঁদ,
রজনীগন্ধার বনের পাশে,
এই প্রেমে হচ্ছে যে প্রতিবাদ।

১২
আর কতবার হাসবে বলাে ফুলটির দিকে
চেয়ে,
আমিই ছিলাম সে ফুল তােমার কানে,
মেয়ে।

১৩
তুমি বলেছিলে তাই কবি হবাে,
তুমি কেঁদেছিলে তাই স্বপ্ন হবাে,
তুমি হেসেছিলে তাই হবাে ইতিহাস,
তুমি ভেবেছিলে তাই ভাবছি বারােমাস।

১৪
মায়াবতী, তােমার জন্য
স্বপ্ন বােনে আর কি লাভ,
ভালােবেসে অন্ধ হবে কবি,
তাইতাে কবির স্বভাব।

১৫
তােমার প্রেমে অবাক রাস্তা,
প্রেমহীন কবিতার আনাগােনা,
তােমার চোখে স্বপ্ন নিষ্ঠুর,
ব্যর্থতার জালবােনা।