১০১
আমি স্বপ্ন মাখা চোখে,
তাকে বারবার ডাকি,
সে কি আসবে?
আমি উথাল পাথাল
ঢেউ অনুভব করি বুকে,
সে কি ভালোবাসবে?
১০২
একটি শব্দ বলার ইচ্ছায়
ভেবে ভেবে কাটিয়েছি
অনেকগুলো বছর,
আয়নায় জমেছে ধূলো,
কখনো কি ভেবেছো তুমি?
১০৩
এটা
এমন হৃদয়,
যেখানে তোমার
প্রত্যাশায় ভোর হয়।
আমি
চোখ খোলে সূর্য দেখি,
পাখিদের নৃত্য দেখি,
গুনগুন গান শুনি,
ভ্রমরের।
ভাবি,
ভালোবাসা আমাদের,
ভেবে ভেবে ছবি আঁকি
বারবার।
১০৪
আমি উন্মাদের মতো কবিতা লিখি
আর তোমার কথা ভাবি নিশিদিন,
তুমি সমস্ত সৌন্দর্য নিয়ে
এই হৃদয়ে বাসা বেঁধে আছ।
বন্যা হোক কিংবা মহামারী
দেখা দিক পৃথিবীতে,
গ্রীষ্মে ঘূর্ণিঝড় হোক অথবা
শৈত্যঝড় শীতে,
তুমি এখানেই ছিলে,
রবে চিরদিন।
(২০১৯)