ভালােবাসা উড়ে গেলে
সােনার প্রতিমা
কি ফিরবে না ঘরে,
অথবা সুন্দর সকাল,
পাখিদের কলতানে
দেখবে না সে এসে?
যদিও আমার মৃত্যু,
মৃত্যু সে নয়,
নিয়ত প্রবাহমান
এই সময়,
সময়ের কাছে:
সে বেঁচে থাকুক
সদ্যোজাত শিশুটির মতো
আদর যত্নে,
দ্বিগবিদিকে ছড়িয়ে থাকা
জোছনায়।