সবাই ভাবে গুলবাগিচার
গোলাপ ফুলটা তুমি,
আমি ভাবি আমার কাছে
অনেক দামী তুমি।

সবাই ভাবে তোমায় নিয়ে
স্বপ্ন দেখাটা শখ,
আমি ভাবি তোমায় নিয়ে
ভাবনাটা যে একক।