আমি কি তোমায় ভালোবাসিনি
তোমার মত করে, প্রিয়?
যেখানেই বাস করো না কেন
আমাকে মনে রেখো।
রাখলে মনে ফুল হয়ে যাবো আমি,
অনেক বিশেষণে বিশেষিত করবে যে তুমি।
তোমার কথা শুনবো খুব করে, দামি,
অনেক কথাই বলছি যে এখন আমি,
এখন না হয় তোমার কাছে থামি,
কাঁপছে আমার হৃদয়, মনের ঐ ভূমি,
আমার কথা ভাববে না এখন তুমি?
রোজ সকালে তোমার জন্যে
হন্যে হয়ে আমি ঘুরি,
মিথ্যে বলে লাভ কি প্রিয়
তোমার কাছেই ফিরি।