তুমি
আজীবন নশ্বরতা।
তুৃমি প্রেম,
তুমি যে কবিতা।
তুমি মাধুর্য,
তুমি যে ঘর সংসার।
তুমি অপরূপ,
তুমি কেবলই আমার।
তুমি বাণী,
তুমি যে রূপ মাধুর্যতা।
তুমি অমীয়,
তুমি যে সুষ্ঠু মানবতা।
তুমি সুন্দর,
তুমি স্বর্গের রাণী।
তুমি অপূর্ব,
তুমি যে মনোহারিণী।