ভালোবেসে করো কি প্রিয় ভুল,
ভাবো কি তোমার কে সে আশা জাগানিয়া?
প্রেমের যাতনায় মন হলো আকুল,
ভালোবেসে করো কি প্রিয় ভুল?
ফুটিয়ে তোল কি ভ্রমরার ফুল?
ভাবো কি তোমার কে হবে প্রাণ প্রিয়া?
ভালোবেসে করো কি প্রিয় ভুল,
ভাবো কি তোমার কে সে আশা জাগানিয়া?