১
উদ্দেশ্যহীন
তোমাকে ভালোবেসে কবিতা লিখেছি বেশ,
তাইতো জীবন কাটছে অপূর্ণতায়,
ভুলে গিয়ে উদ্দেশ্।
২
অবিশ্বাস
ভুলেছি তোমায় বলবে আমায় পাখি,
কন্ঠে মধুর উঠলে ডেকে
প্রেমের নাম ফাঁকি।
৩
জন্মদিনে বৃষ্টি
পড়েছে বৃষ্টি হেসেছে সৃষ্টি দিনে,
থাকবে আমার মনের ঘরে
মধুময় তব জন্মদিনে।
৪
সুখের বিজ্ঞাপন
বন্ধুরা তোরা কোথায় আছিস,কেমন
আছিস বেঁচে চেয়েছিলি যেমন
বিজ্ঞাপনের ছোট্ট গৃহকোণ।
৫
মায়ের অসুখ
আমার মায়ের অসুখ করেছে,সারবে?
জবাব দাওনা ডাক্তার সাহেব,
ব্যস্ততা কমলে বলবে?
৬
হরেক রকম মানুষ
হরেক রকম মানুষ রয়েছে পৃথিবীতে,
কেউ আসে কেড়ে নিতে,
কেউ ভালোবাসে আপনাতে।
৭
মায়াবতী
কবির চোখে তুমি ভীষণ সুন্দর,
মন কেড়ে নিয়েছো নজরে,
মায়াবতী নাম তোমার?