একি শব্দ!
বন্দীর ব্যথা জাগ্রত দিবারাত্রির।

একি শব্দ!
জব্দ প্রেমের শাশ্বত বাণী কবির।

একি নিষ্ঠুরতা!
নিঃশব্দ ভাবনার ব্যবচ্ছেদের গান।

একি স্বপ্ন!
ঘুমন্ত জনতার অকারণ ভেদাভেদ প্রাণ।