১
সুন্দরী কন্যা গো,
তুমি শোননা কিছু,
ভালোবাসার এই বিকেলে
আমি নিয়েছি তোমার পিছু।
২
সুন্দরী কন্যা গো,
কেন তুমি রাগো?
ভালোবাসার গোলাপ
দিলাম তোমারই অন্তরে।
৩
সুন্দরী কন্যা গো,
কেন তুমি রাগো?
ভালোবাসার মালা নিবে
এসে আমার ঘরে?
৪
তোমার ঠোঁটে হৃদয় লুটে,
চুলের খোঁপায় ফুল ফুটে,
সুখগুলোয় মেতে উঠে
খিলখিলিয়ে আমার বাটে।