আমি তোমায় ভালোবাসি সুন্দরী প্রিয়তমা
নীল আকাশ মেঘে,
তোমার জন্য সাজিয়ে দিলাম ফুলের মালা
গোলাপেরই বাগে।

গোলাপ বাগান উঠলো ছুঁয়ে তোমার অনুরাগ,
প্রাণের ভেতর ফুটলো ফুল মানচিত্রের ভাগ।
শত কাব্যে লিখলো কবি মনের কথা,
গানের সুরে নকল হলো বইয়ের পাতা,
কুহু কুহু ডাকলো কোকিল মগডালে বসে,
কাস্তের মতো উঠেছে চাঁদ ফাগুনের মাসে,
আমাকে তুমি সঙ্গে নিও আবেশে বশে।

আমি কি তোমায় পাবো না কখনো
ভীষণ ভালোবেসে,
আমাকে তুমি সঙ্গ দিও প্রিয় নিঃসঙ্গ
বিকেলের মাসে।