ও,বাংলাদেশের ছোট্ট নদী,
আমি খুঁজছি যে ঘর,
তোমায় আমি ডাকছি শুধু,
যাবে ঘরের ভিতর?
মায়ের ঘরে ডাকতো টিয়ে,
ফুটতো শাপলা ফুল,
হিজল গাছে দুলতো পাখি,
সবুজ পাতার কোল।
সবুজ পাতা পুড়লো সেথা
আমি কি খুঁজি নদী,
তোমায় আমি ডাকছি শুধু
ফিরে পেতে চাই যদি।
মায়ের ঘর পুড়ালো কে
যদি বলে দিতে পারো,
একটাকেও ছাড়বো না
তখন মরি যদি তাও।
যুদ্ধ,যুদ্ধ,শুনো কি সে রব?
আমায় বলে দাও তা' কি?
একটাকেও ছাড়বো না আমি
এই মাথা ছুঁয়ে বলে রাখি।
বন্ধু বলেছিল,সে শুনেছিল,
বিদেশি এসেছে দেশে,
কামানে গোলায় মেধা হত্যায়
মেতেছে মহামারী ত্রাসে।
পাড়ার ছেলে যাচ্ছে চলে,
যুদ্ধ করবে বলে,
আমিও যাবো ছোট্ট নদী,
জয় বাংলা,বলে।
সিমান্ত!সে নাকি অনেক দূর,
পালিয়ে আমি যাবো না,
মরতে যখন আমাকে হবে
তবে একটাকেও ছাড়বো না।