শক্তের ভক্ত, সে যে নরমের যম,
শোষিতের চিৎকার, "নেইকো দম,
হাত পা বেঁধে রাখো এসিডে জ্বালাও,
কঙ্কাল বেঁচে দিও তিরিশ লাখে,
থাকবে সে চিড়িয়া আজব সুখে,
বলবে না কটু কথা একটুও মুখে,
যদি সুখ পায় সামাজিক লোকে।