তোমাকে ভালোবাসতে
লেগেছে মনে সাধ,
তবুও ভালোবাসা
নিতান্তই অপরাধ।

যদিও অপরাধ,
তবুও ভালোবাসা চাই।
ভালোবাসা আজ আছে,
কাল তো নাই।