সেদিন বিকেলে মনের খেয়ালে
লিখেছি কষ্টের কথা,
কেউ যে আমায় করেনি আদর
তাইতো তাদের ব্যর্থতা।
তাদের পিছু পিছু ছুটেছি তখন,
ওরা ছুঁড়ে ফেলে দেয় ঠেলে,
আমি নিষ্পাপ শিশু এক,জানো
কেউ তো নেয়নি কোলে।
এখন আমার টাকা হয়েছে
সবাই করে খোঁজ,
টাকার হাটে বেঁচা কেনা হয়
প্রত্যহ নওরোজ।
আত্মা করেছি আগেই বিক্রি,
শয়তানে করি পূজা,
মানুষ হয়েও ক্রীতদাস তুমি!
নিতে চাও অমানুষের বোঝা?
নারীকে খুঁজেছি মনের গভীরে,
নারী দিল ধোঁকা,
নারীবাদী বলো নিজেরে নারী,
ভাবো না কখনো একা।
তুমি নারী, ভীষণ সুন্দরী,
ভীষণ তোমার অহমিকা,
অর্থের জালে বন্দী হলে,
কবিতার হাল ধরি একা।
মনের ভেতর প্রতিশোধ জাগে,
কষ্টের কথা বলে ওঠে শয়তান,
তুমি সেদিন কোথায় ছিলে,
সুদিনের সুমহান ভগবান?