দ্রব্যমূল্য যাচ্ছে বেড়ে,
চলে যাবো দেশ ছেড়ে,
অপমৃত্যু আসছে তেড়ে,
আমরা জনগণ!

সবকিছু বাড়লো কত,
টাকা নেই, মধ্যবিত্ত,
বলছে লোকে নিত্য,
সংবাদ প্রতিদিন।