তুমি আমায় ভালোবেসে বলেছিলে,
চড়ুই,
আমি তো সে বাগানের ফুল ফল নই,
এই যে ভালোবাসা,
এটা তোমার স্নেহের দান,
সব কিছু বিকিয়ে দিবো,
তবুও বিকবে না তোমার সম্মান।