সে আসে ধীরে,স্মৃতিকথার ভিড়ে,
নাম তার অপূর্ব অপূর্ব লাগে,
আমার আবেগগুলাে সবই ফুরালাে
বেলা শেষে পাখিদের সুরে।
সে আসে ধীরে,স্মৃতিকথার ভিড়ে,
নাম তার অপূর্ব অপূর্ব লাগে।
আমার সকল শান্তিতে
সে যে বিরাজ করে,
আমার সকল স্বপ্নে সে
ফিরে আসে অনুরাগে।
সে যে আসে হঠাৎ হেসে,
সে যে আসে হঠাৎ গানে,
সে যে বিরাজ করে আমার প্রাণে।
আমার আবেগগুলাে সবই হারালাে
বেলা শেষে তার টানে।
সে আসে ধীরে,স্মৃতিকথার ভিড়ে,
নাম তার অপূর্ব অপূর্ব লাগে।