কি করে মায়া,
লাগালে আমায়,
কি করে ভালোবাসে
নাগরিক তোমায়?

কি করে মধুর সুরে
করলে আমায় দূর,
কি করে ভালোবেসে
চলে গেলে পাতালপুর?

কি করে কেমনে,
বেঁচে আছি এই আমি,
দুঃখ বেদনা যত
দিয়েছে মনে ক্ষত
জানে অন্তর্যামী।