তার চোখের পাপড়িতে
চন্দন লাগুক,
তার ঠোঁটের মিষ্টি হাসিটা
নতুন রঙে রাঙুক,
তার পথ চলা
সফল হােক।
তার পায়ের স্পর্শে
ফুল ফুটুক,
সে আসুক ধীরে
পাখিদের নীড়ে
নতুন স্বপ্ন সাজাক।
সে ভালােবাসুক
তার স্বপ্নের মতাে কাউকে
সে দূর করে দিক তার
শত অপ্রয়োজনকে,
সে আসুক ধীরে
পাখিদের নীড়ে
নতুন স্বপ্ন
সাজাক।