যদি ভালোবাসা থাকে অকারণ,
তবে আমাদের প্রেম বিজ্ঞাপন
তোমায় শোনাবো হলে প্রয়োজন,
দিন শেষে ভালো থাকার আয়োজনে।

যদি আজ গোলাপ ফুলে,
প্রাণ নাও তার সৌরভে,
তবে জীবনের খেলাঘরে
আমি দোকলা হবো।

যদি ভালোবাসি বলো তবে,
জীবন স্বার্থক হবে,
একলা থাকার অকারণ
আয়োজনে জিতে যাবো।

আমার স্বপ্ন এখন সত্যি হলো,
তোমার দিবস হোক না উজালো।
এই দিনের শেষে আসুক নেমে রাত,
তোমার আমার দিবস রাতের সাক্ষাৎ,
অবশেষে।