খাও-দাও আর ফুর্তি করো
দুনিয়ার সব লোক,
মঙ্গলে যাও, রিকশা চালাও
যদি পাও মনে সুখ।
পৃথিবীর সব সম্পদ নিয়ে,
মঙ্গলে দাও পাড়ি,
চলছে ঘোড়া উড়ছে ধূলো
থাকুক পরে নারী।
মানুষ মেরে সাফ করো
যত অমানুষ আছো যারা,
নিম্নবিত্ত-মধ্যবিত্ত ঘুমিয়ে
থাকুক, দেখুক বিশ্ব পাড়া।
আমাদের মনে শান্তি নেই,
তবু করি শান্তির বায়না,
শান্তি নিয়ে করি শান্তি চুক্তি
তবু শান্তি খুঁজে পাই না।