হঠাৎ একদিন,
ক্লান্ত পথিক, বলেন,
এক্সকিউজ মি ভাইয়া,
একটু তো শোনেন?

সবাই যখন ঘরে ফিরে
রাস্তা কেন খালি?
কুকুর কেন চিৎকার করে,
ময়লা ভর্তি নালি?

পাখি কেন গাহে গান,
কি বা তার মানে,
আকাশ কেন নীল এত
সাদা মেঘের মাঝখানে?

আমি বলি, ভাই তুমি
বই নিয়ে বসো,
এত এত প্যারা দিলে,
কচু মাপতে আসো?