আমি আয়না হয়ে তার মুখখানা দেখি,
আর সে অন্যের হয়ে তার রুপ দেখে,
আমি আজীবন চিৎকার করি,
হে আমার ভালোবাসার পাখি,
আমি আর কতকাল রব একাকী।