ঘুম!  সে তো কবেই উড়ে গেছে,
বিছিয়ে দিয়ে কাঁটা,  সে চলে গেছে,
যদিও প্রেমের ঘোড়া ডিম পেড়েছে,
অকারণে কে কেঁদেছে,
কি আসে যায় তাতে?

যেজন চলে যায়,
সে আগুন নিভে যায়,
অসময়ে কে সামলায়,
অথবা ভোর রাতে।