কেন গুলিতে গুলিতে
ঝাঁঝরা করে দিলে পিতার বুক,
মেজর ডালিম অভিশাপ তোমায়
যেন হয় অজানা অসুখ।

তোমার মৃত্যুতে
অবসান হবে লাঞ্চিত  ইতিহাস,
তোমার মৃত্যুতে পরিচ্ছন্ন হবে
বাংলার বাতাস।

মরে যাও তুমি ভোরের বাতাসে
শ্বাস নিতে দাও আমায়,
তুমি যাকে হত্যা করেছো সে
কথা বলতো প্রিয় বাংলায়।

সে যে আমার জাতির পিতা,
প্রিয় শেখ মুজিব,
তুমি তাকে হত্যা করেছো?
হে পাপিষ্ঠ আত্মা,
তোমায় ধিক !