তুমি বড়ো নির্লজ্জ রাণী,
কি করে পাবে সুখ,
সকাল সকাল শুনছি খবর,
দেখছি পাঁঠার মুখ।
তোমার মুখের মিথ্যে কথা
সত্য বলে জানে কে,
তুমিই অসুখ, তুমিই জরা
একথা মানে না কে?
তোমার মিথ্যে আমায় লুটেছে,
ধ্বংস করেছে জীবন,
ধ্বংস করেছে মানবতন্ত্র,
সন্ত্রস্ত হলো যৌবন।
ফুলের বাগান সার করেছো
ভ্রমর যাবে কোথায়?
বর্গীরা সব লুট করেছে,
বললে কিছু লাগে সেথায়?
তোমার মিথ্যে সত্যের বাড়া,
মনটা এখনো অতি কৃপণ,
ধনের দুলালি নিঃস্ব হয়েছে
সব তোমারই আয়োজন।
তোমার রাজা যুদ্ধে মরেছে,
প্রতিশোধ কি তুমি নিচ্ছ তার?
মানবরূপী সঙ্গিরা যতসব
কেন হও নির্লজ্জ বেশুমার?