৪১
ওরা ভাবে আমরা এখন
কবিতার হাতে দেই চিঠি,
অথচ শূন্য এই বুক কাঁপেনি
কখনো কেঁপেছে মাটি।

টুকরো টুকরো ভেঙেছে হৃদয়
নিথর দেহ তলে,
অথচ আমরা কিছুই পারিনি
প্রাণ শূন্য বলে।

৪২
পোকায় খেয়েছে,
শেয়ালে খেয়েছে,
খায়নি মানুষ কোনো,
লাখ কোটি টাকা
হারিয়ে গিয়েছে
আমরা তো কেবলই বুনো।

৪৩
ভোগ বিলাসে মত্ত যারা
শিখিয়ে দিয়ে নৃত্য,
আমরা কেবল তুষ্ট করি
আমরা যেন ভৃত্য।