৩৬
আমি অকারণ তোমায় ভালোবেসে যাই,
আমি অকারণ তোমার নদীতে সাতঁরাই,
আমার ভাবনার গভীরে গিয়ে
আমি শুধু তোমাকেই পেতে চাই।

৩৭
গল্পগুলো ভালোবাসার,
চোখের দেখায় কাছে আসার,
এপার হতে ওপার যাবে,
আমায় কি আর সঙ্গে নিবে?

৩৮
আমার শরীরে নেই কোনো শক্তি,
আমি পারছি না দিতে তাই ভক্তি,
আমি পারছি না করতে সংবরণ,
তবুও জীবনে এই সংযম আমরণ।

৩৯
মানুষগুলো ভন্ড কেন
রাহাজানি আয়োজন,
মার দাঙ্গা,মাথা ভাঙ্গার
কেনই বা প্রয়োজন?

৪০
আমি বিল গেটস হতে চাইনা,
চাইনা হতে মার্ক জাকারবার্গ,
আমি মানুষ হয়ে বাঁচতে চাই,
মানুষ হয়েই জীবন যাক।