৩১
খেয়া ঘাটেরই পাড়ে বসিলাম
তোমায় পাবার আশে,
তুমি আমায় ব্যাথা দিলে,বন্ধু
গিয়ে নতুন পরিবেশে।

৩২
এমন তো নয়  আমার হৃদয়
তোর জন্য মরেছে।
এমন তো নয় তোর অক্ষিদ্বয়
আমার জন্য কেঁদেছে।

৩৩
আমার ভালোবাসাগুলো
গল্প হয়ে পুড়ে যায় আজ,
তুমি পড়ে থাকো নিয়ে
তোমার সে প্রাণহীন সমাজ।

৩৪
ওই গল্পটুকুর আড়ালে,
কেন সবকিছু হারালে,
বলে দাও কেন কাঁদালে
আমায়?

৩৫
আমার সাদা মনে কাদা
কেনে লেগেছে ভাই,
আমি দোয়া করি বন্ধু
তোমার লাগিয়া সদাই,
আমার সাদা মনে।