২৭
সৌন্দর্য অবিরত উঠানের কোণে,
ঝরে পরে পাতা, মরে যায় ফুল।
২৮
নদীর স্বপ্ন নদীতেই থাকে,
আমার নদীগুলো মরে গেছে,
তোমার বসন্তে।
২৯
পল্লীর ছোঁয়া লাগে এই আহত বুকের 'পরে,
তুমি কেন থাকো আমার সমস্ত সৃষ্টিকে ঘিরে?
৩০
হাতগুলো পরিচয় মাগে,
তুমি কোন দেশী?
(২০১৮-২০১৯)