১১
মাটির দেহ খাবে মাটি,
কতই না আয়োজন।
তেল,পানি,সাবান-স্নোর
ভীষণ প্রয়োজন।
চক্ষু দুটো গেলে মুদে,শেষ গোসলের পর,
কাঁধে করে আসবে রেখে কবরের ভিতর।
১২
ফাগুন এসেছে,আগুন লেগেছে,
দ্বিগুণ জ্বলছে মন।
বসন্ত কালে মাতলে তালে
নব উৎসব আয়োজন।
তপ্ত দাহে দগ্ধ হলো,মাটি ফেটে চৌচির,
ঘামে সিক্ত বদনখানি,কৃষক মন অস্থির।
১৩
পড়ে বৃষ্টি ঝরঝর,
হাসে সৃষ্টি মাটির উপর,
বৃষ্টির জলে কাদামাটি সঙ্গে,
বয়ে চলে রঙ্গে ঢঙ্গে,
ধূলাবালি করে স্থানান্তর,
পড়ে বৃষ্টি ঝরঝর।
১৪
হাজারো কীটের শহরে
যখন হবে বসবাস,
তবুও কি শেষ হবে না
জীবনের পরিহাস?
শেষ থেকে যদি না হয় শুরু
তবে শুরুই কি হবে শেষ,
ভালোবাসা উড়লো আকাশে,
কোথায় লুকালো উদ্দেশ?
১৫
পাখিগুলো রাগলো তোমার কথায়,
তুমি এখন কাঁদছো ভীষণ মূর্ছনায়।